ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

বিএনপি নির্বাচনে আসবে: কামরুল ইসলাম  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৭ জুলাই ২০১৮

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা বিশ্বাস করি বিএনপি নির্বাচনে আসবে। আমরা চাই তারা নির্বাচনে আসুক। বিএনপি নির্বাচনে এলে নির্বাচনটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীর কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।   

কামরুল ইসলাম বলেন, মসজিদের ইমাম ও খতিব সাহেবরা আইনের শাসন প্রতিষ্ঠায় বেশি ভুমিকা রাখতে পারেন। প্রতি শুক্রবার জুমার নামাজের আগে তারা যে বয়ান করেন, তা সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া করে। সাধারণ মানুষ তাদের কথা শোনে এবং মান্য করে।

মন্ত্রী বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। ইমাম সাহেবদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জুমার দিন মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে ও সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান করবেন। এসবের বিরুদ্ধে জনগণকে সচেতন করবেন।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘অতীতের সরকারগুলো ইসলামের কল্যাণে কতটুকু কাজ করেছে আর বর্তমান সরকার ইসলামের কল্যাণে কতটা কাজ করেছে এবং করছে, তা মূল্যায়নের দায়িত্ব আপনাদের।’

বর্তমান সরকারের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রতিটি সেক্টরেই সফলতা অর্জন করেছে। এ অর্থবছরে এত বড় বাজেট ঘোষণা করেছে বিদেশিদের কোনোরকম সাহায্য-সহযোগিতা ছাড়াই। অথচ একসময় বাজেট ঘোষণার জন্য আমাদের বিদেশিদের ওপর নির্ভর করতে হতো।’ তিনি বলেন, একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ব্যাহত হয়। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষার জন্য বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আসা দরকার।

কামরাঙ্গীরচর আওয়ামী লীগের সভাপতি হাজি মো. আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জি হুজুরসহ স্থানীয় আলেম ওলামারা, কামরাঙ্গীরচর থানার বিভিন্ন মসজিদের ইমামরা।

এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি